ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবীর সাজা

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)থেকে; দিনাজপুরের ফুলবাড়ীতে সাজেদুল ইসলাম (২৮) নামে এক মাদক সেবীর ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর শহরের বটতলী নামক স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় আটক করে এই সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত মাদক সেবী সাজেদুল ইসলাম সুজাপুর গ্রামের মৃত মনছের মিস্ত্রীর ছেলে ।

ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত,বেলা ১১ টায় পৌর শহরের বটতলী নামক স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় সাজেদুলকে নাতে-নাতে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন,ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা।



মন্তব্য চালু নেই