বাবা আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না বলে কাদছিলো আহমেদ। এই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি ছিলো সিরিয়ার আলেপ্পোয় হামলার সময় এক ব্যক্তির মৃত্যুতে তার শিশু সন্তানের আহাজারি।
সিরিয়ায় কোনো স্থানে হামলার পরই স্বেচ্ছাসেবীরা সাদা হেলমেট পরে আহতদের উদ্ধারে নেমে পড়েন। বিধ্বস্ত ভবনের ভেতর থেকে আহত ও নিহতদের বের করে আনা মোটেই সহজ কাজ নয়। আহমেদের বাবা ফাওজি বারঘোত এই কাজটিই করতেন। কিন্তু এক হামলায় বিধ্বস্ত ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই প্রাণ হারান।
তার মরদেহ স্বজনদের কাছে দেয়া হলে ছোট্ট আহমেদ যেন কিছুতেই তা বিশ্বাস করতে পারছিল না। আহমেদ চিৎকার করে বলছিল, বাবা, আমাকে ছেড়ে যেও না। তার এই আহাজারি শুনে আশপাশের সবার চোখেই নামে জলের ধারা।
মন্তব্য চালু নেই