স্ত্রী ও সন্তানের সাথে সাধারণ মোশাররফ করিম
বাংলা নাটকের জনপ্রিয় মুথ মোশররফ করিম সাধারণের মধ্যে অসাধারণ। তার পারিবারিক জীবনও এমন অসাধারণ। পরিবারের সাথে একটি সেলফি তুলে সকলকে জানিয়ে দিয়েছেন যে বাস্তব জীবনে সাধারণ জীবনই তার পছন্দের।
নাটকে মোশাররফ করিমকে রুপকথার মানুষ হিসেবে দেখা যায়। কিন্তু বাস্তব জীবনে তার নেই বড় কিছু চাওয়া পাওয়ার। কয়েক বছর আগে জুই নামের এক শান্ত মেয়েকে বউ হিসেবে ঘরে তুলে নেন মোশাররফ করিম।
ভালোই দিন কাটছে তাদের। স্ত্রী ও পুত্রকে নিয়ে তার তোলা একটি সেলফিই সাক্ষ্য বহন করছে সংসারি জীবনে তারা কেমন আছ্নে এই চিত্র। ভক্তরাও দেখতে পেলো অসাধারণ তারকা মোশাররফ করিমের মধুর চমক।
মন্তব্য চালু নেই