মাগুরায় গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে রহিমা খাতুন নামে এক গৃহবধূকে শ্বশুর বাড়ীর লোক কর্তৃক নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

নিহতের ভাই মহম্মদপুর উপজেলার পরমেশ্বরপুর গ্রামের রমজান আলী অভিযোগ করেন, তার বোন রহিমার সাথে ৩ বছর আগে আড়পাড়া গ্রামের জসিম উদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবি সহ নানা অভিযোগে তাকে নির্যাতন করতে থাকে। এরই এক পর্যায়ে তাকে মঙ্গলবার রাত ১১টার দিকে শ্বশুর বাড়ী থেকে মোবাইল ফোনে জানানো হয় রহিমা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে তাদের বাড়ীতে গিয়ে দেখা যায় রহিমার লাশ বারান্দায় পড়ে রয়েছে। শ্বশুরবাড়ীর লোকজন পালিয়েছে।

এ সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে শালিখা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রহিমার বাবা জাহাঙ্গীর মীর বাদী হয়ে শালিখা থানায় একটি অভিযোগ দায়ের করেন।



মন্তব্য চালু নেই