মায়ের সাথে বিজ্ঞাপনে সাকিব

টিভি পর্দায় কাজ করা সাকিব আল হাসানের কাছে নতুন কিছু নয়। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে কখনো মডেলদের সাথে, কখনো বা সস্ত্রীক অংশগ্রহণ করেছেন একাধিক বিজ্ঞাপনে। তবে এবার গর্ভধারিণী মায়ের সাথে জীবনের প্রথম কোন বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পথে সাকিব আল হাসান।

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ইফাদ গ্রুপের ইগি নুডলসের একটি বিজ্ঞপনে মা শিরিন রেজার সাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। আতিক চৌধুরির নির্দেশনায় যার শুটিং শুরু হয়েছে মঙ্গলবার।

রাজধানীর তেঁজগাওয়ের আবাসিক এলাকার একটি বাসায় প্রথম দিনের শুটিং-এ মা-ছেলে প্রথমবারের মতো অভিনয় করেন। মা-ছেলের ইফাদ ইগি নুডলসের বিজ্ঞাপনে মেক-আপ আর্টিস্টের দায়িত্ব পালন করেন মনির হোসেন।

উল্লেখ্য, সাকিব আল হাসান দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞাপনে অংশগ্রহণ করলেও তার আগে জাতীয় দলের আরেক সতীর্থ তামিম ইকবাল অনেক আগেই মায়ের সাথে টিভি পর্দায় কাজ করার স্বাদ পেয়েছেন।



মন্তব্য চালু নেই