মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা মহম্মদপুরের বেথুড়ি গ্রামে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেব আলী (৩৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত সাহেব আলী ওই এলাকার তমিজউদ্দিন মোল্লার ছেলে। নিহতের স্ত্রী মুর্শিদা জানান তার স্বামী নতুন ঘর তৈরির জন্য ঘরমিস্ত্রীদের নিয়ে কাজ করছিল।

এসময় ঘরের উপরে থাকা মিস্ত্রিদের নতুন টিন উঠিয়ে দেওয়ার সময় তার হাতে থাকা টিনটি অসতর্কতাবস্থায় বিদ্যুতের তারে খোচা লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মহম্মদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোকসেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই