মসজিদে ইফতারি দেবেন মুস্তাফিজ

কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান এখন সাতক্ষীরায় তার নিজের বাড়ি কালিগজ্ঞের তেঁতুলিয়া গ্রামে অবস্থান করছেন। আইপিএল শেষে ঢাকার ফেরার পরদিন ৩১ মে রাত ১১টায় গ্রামের বাড়িতে পৌঁছান এই বরেণ্য ক্রিকেটার।

বাড়িতে পৌঁছানোর পর থেকেই ভক্ত আর সংবাদকর্মীদের মধুর অত্যাচারের মধ্যে দিন পার করছেন। দূর-দূরান্ত থেকে ভক্ত ও শোভাকাঙ্খীরা মুস্তাফিজের সাথে স্বাক্ষাৎ ও সেলফি তোলার জন্য মুস্তাফিজের বাড়িতে ভিড় করছেন। যদিও শনিবার থেকে প্রশাসনিকভাবে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারপরও থেমে নেই মুস্তাফিজের বাড়িতে ভক্তদের আগমন। এত কিছুর পরও মুস্তাফিজ ভুলে যাননি তার এলাকার মানুষের সম্মানের কথা। রোজাদারদের সম্মানে করছেন ইফতারির আয়োজন।

মুস্তাফিজের বন্ধু হাফিজ বলেন, মুস্তাফিজের ইচ্ছায় ও তার টাকায় পার্শ্ববর্তী এলাকার ১০টি মসজিদে ইফতারির আয়োজন করা হচ্ছে। ইফতারিতে তেহেরি ও খেজুরের ব্যবস্থা করা হবে। ১০ মসজিদে প্রায় তিন হাজার মানুষের জন্য এ আয়োজন করা হবে।



মন্তব্য চালু নেই