পুরনো পরিচয়ে আবারও ফিরছেন তাহসান
তাহসান একজন শিক্ষক। তবে তাকে সবাই চিনতেন একজন সংগীতশিল্পী হিসেবেই। এ মাধ্যমেই তিনি পেয়েছেন আকাশ ছোঁয়া সফলতা। এরপর আসেন অভিনয়ে। এখানেও সফলতা তাকে আলিঙ্গন করে নেয়। কিন্তু তিনি যে একজন গীতিকার! সে কথা কি কেউ জানতেন?
না। কেউ জানতেন না। জানলেও গুটি কয়েকজন। ওই সব পরিচয়ের ভিড়ে গীতিকার তাহসান হারিয়ে গেছে। কেউ কেউ আবার ভ্রু কুচকে বলতে পারেন, তাহসান আবার গানও লিখতেন? হ্যাঁ। তিনি গান লিখতেন।
সংগীতাঙ্গনে তাহসানের অভিষেকটা কিন্তু নিজের লেখা গানেই। প্রথম তিনটি অ্যালবাম জুড়েই ছিলো তার লেখা গান। মাঝখানে বিরতি নিয়েছিলেন লেখালেখি থেকে। অন্যদের লেখা গানেই গাইলেন কয়েকবছর। দীর্ঘদিন পর আবারও গান লিখছেন তিনি। নিজের লেখা গানেই পুরো একটি অ্যালবাম করবেন বলে জানালেন।
তাহসান জানিয়েছেন, ‘এতোদিন অন্যদের লেখা গানে কণ্ঠ দিয়েছিলাম মূলত ভ্যারিয়েশনের জন্য। ভাবলাম নিজের লেখা গান আবার করি। গানগুলো লেখার কাজ চলছে। অ্যালবামটির নাম এখনো নির্ধারণ হয়নি। ঈদের পরই অ্যালবামটির কাজ শুরু করবো। গানগুলো লেখার পাশাপাশি সুরও করবো আমি।’
মন্তব্য চালু নেই