এবার থানায় মামলা করলেন আমির খানের স্ত্রী কিরন!
শুধু বলিউডই নয় দুনিয়ার বড় বড় তারকাদের হামেশাই এমন ঝামেলায় পড়তে হচ্ছে। এমনকি আমাদের দেশেরও অনেক তারকাদের নামে জাল ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। তবে এর জন্য অনেকেই তেমন কোনো আপত্তি করেন না। কিন্তু বলিউড সুপারস্টার আমির খানের স্ত্রী বলে কথা। তাই তিনি সরাসরি থানায় গিয়ে জাল অ্যাকাউন্টকারীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন।
তার নামে নাকি ফেসবুকে একটি জাল অ্যাকাউন্ট তৈরি করেছেন এক ব্যক্তি। আর সেই অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইম অপরাধে থানায় অভিযোগ জানালেন কিরন রাও। গতকাল মহারাষ্ট্রের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে সাইবার ক্রাইম আইনে থানায় এই অভিযোগটি দায়ের করেন আমির খানের স্ত্রী।
তার অভিযোগ, ওই ব্যক্তি অ্যাকাউন্টটি তৈরি করে তাতে ছবি পোস্ট করে অনেকের সঙ্গেই কথা বলছে। শুধু তাই নয়, তাকে নানা ভাবে অপদস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিসের কাছে জানিয়েছেন কিরন। অভিযোগ পাওয়ার পর সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই