বিশ্ব পরিবেশ দিবসে গবিসাসের বৃক্ষ রোপণ

গণ বিশ্ববিদ্যালয়, (সাভার) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(গবিসাস) ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেছে। রবিবার(৫ জুন,২০১৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় সহকারী রেজিস্ট্রার একটি জলপাই ফলের চারা রোপণ করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল জানান, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সবুজ দেখতে চাই। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ১ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছি। এ ধরনের উদ্যোগে গবিসাসকে স্বাগতম জানাই এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা শিরীন শারমিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন,বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদসহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্হিত ছিলেন।



মন্তব্য চালু নেই