এসপির স্ত্রী হত্যা : জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র্যাব। রোববার দুপুর দেড়টার দিকে নগরীর দামপাড়া কুসুমবাগ আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটকরা হল- হত্যাকাণ্ডের ঘটনাস্থল ওয়েল ফুড সেন্টারের নিরাপত্তা রক্ষী এবং তার ভাই। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য আটক একজন হত্যাকাণ্ডের সময় ওয়েল ফুড সেন্টারে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছিলেন। র্যাব ওই দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন।
তবে এ ব্যাপারে চট্টগ্রাম র্যাব-৭ এর মিডিয়া বিভাগে যোগাযোগ করা হলে তারা এখনই কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
উল্লেখ্য, রোববার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুনকে (৩২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০১৫ সালে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ব্যাপক প্রশংসিত হন তৎকালীন এডিসি বাবুল আক্তার।
মন্তব্য চালু নেই