সব মডেলদের মা তিনি

র‌্যাম্প মডেলিংয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বুলবুল টুম্পা। তরুণ মডেলদের কাছে তার গ্রহণযোগ্যতাও অনেকেকের চেয়েই বেশি। তাই তার জন্মদিনে মাতামাতিটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক। গত ১ জুন ছিলো তার জন্মদিন। এখনো শুভেচ্ছা বার্তায় ভাসছে তার ফেসবুক ওয়াল। জন্মদিনের চারদিন পরও অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। প্রিয় মডেলকে নিয়ে আলাদা ভাবে ভিডিওবার্তা ফেসবুকে ছেড়েছেন কেউ কেউ।

তরুণ প্রজন্মের বেশিরভাগ মডেলদেরেই ‘আইডল’ তিনি। শ্রদ্ধা ও ভালোবাসায় মডেলরা তাকে ‘মা’ ডাকেন। বিষয়টি তারও ভালো লাগে বলে জানালেন বাংলামেইলকে- ‘মার জায়গাটা কেউ কাউকে দিতে চায়না। আমাকে যে ওরা মা ডাকে, এটা অনেক ভালো লাগার বিষয়। সেই ২০০৬ সাল থেকে প্রায় দশ বছরে অনেকেই আমাকে মা ডাকে। আমি বেশিরভাগ সময় যেখানে প্রশিক্ষণ দেই সেখানকার শিক্ষার্থীরা মা ডাকে আমাকে। ওরা আসলে আমাকে রেসপেক্ট করে।’

এবার ঈদে টিভি শো ও টিভিসি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি বেশ কিছু প্রোগ্রামের কোরিওগ্রাফিও করছেন।

বুলবুল টুম্পার শৈশব কৈশোর কেটেছে রাজধানীর মিরপুরে। র‌্যাম্পের প্রতি টান সেই ছোটবেলা থেকেই। এক যুগেরও বেশি সময় কাটিয়ে দিলেন র‌্যাম্পে। মডেলিংয়ের পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুরে একটি মডেলিংয়ের স্কুল চালান তিনি।



মন্তব্য চালু নেই