পুলিশের সাথে মদ্যপ অবস্থায় তর্কাতর্কি করে পুরুষাঙ্গ হারালো যুবক

এক ৫২ বছর বয়সী ব্যক্তি চূড়ান্ত মদ্যপ অবস্থায় তার বন্ধুর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানাচ্ছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে রাশিয়ার বাশকিরিয়ায়।

জানা যাচ্ছে, ঘাতক এবং আহত, এই দু’ই গ্রামবাসীই বাশকিরিয়ার ইউরাল অঞ্চলে, অত্যন্ত মদ্যপ অবস্থায় তাদের পুরুষাঙ্গের মাপ নিয়ে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন।

অভিযোগ অনুযায়ী, ৫২ বছর বয়সী ব্যক্তি তর্কের মধ্যেই হটাৎ করে একটা কুঠার তুলে নিয়ে ৪৭ বছরের অপর ব্যক্তিকে প্রথমে মাথায় আঘাত করেন এবং তার পরই তার পুরুষাঙ্গ কেটে নেন। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এমন খবর প্রকাশ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দু’জনই ঘটনাটি ঘটার আগের দু’দিন ধরে অতিমাত্রায় মদ্যপান করেছিলেন। এবং এরা উভয় উভয়ের সঙ্গেই ছেলেবেলা থেকে পরিচিত এবং একই গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটার পরেই প্রতিবেশী ও স্থানীয় লোকজন আহত ব্যক্তির আর্তনাদ শুনে তক্ষুণি উদ্ধারের ব্যবস্থা করে। জানা যাচ্ছে দোষ প্রমাণ হলে আক্রমণকারীকে ৮ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।



মন্তব্য চালু নেই