হাসপাতালে ভর্তি ভারতী সিং

aঅসুস্থ হয়ে পড়েছেন স্ট্যান্ড আপ কমেডি অভিনেত্রী ভারতী সিং। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন তিনি। জানা যায়, বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতী।

ভারতীর এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, অক্সিজেনের নল নাকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জনপ্রিয় এই কমেডি শিল্পী। তার সেই বন্ধু ছবির ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাজমার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতী।’

কমেডি জগতের প্রিয় মুখ ভারতীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ভারতীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই। খুব শিগগিরই তাকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।



মন্তব্য চালু নেই