শিশুদের কান্না প্রতিযোগিতা! দেখলে বিস্মিত হবেন! (ভিডিওসহ)

দৌড় প্রতিযোগিতা, সাতার প্রতিযোগিতা- কত না প্রতিযোগিতা আছে পৃথিবীতে। তাই বলে কান্না প্রতিযোগিতা! শুনতে অবাক লাগলেও জাপানে শিশুদের নিয়ে এমনই এক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর। সেখানে যে শিশু যত জোরে কাঁদতে পারবে সেই হবে সেরা! আসবে পুরস্কার। টোকিও’র সেনসুজি মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নাকি সুমো’ নামের ওই প্রতিযোগিতাতে মায়েরা উপস্থিত থাকলেও তাদের সন্তানরা থাকে সুমো কুস্তিগীরদের হাতে। সঙ্গে থাকেন প্রধান ধর্মীয় যাজক। উদ্দেশ্য একটাই, শিশুকে যত জোরে সম্ভব কান্না করানো! এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের নিচে। আয়োজকদের ধারণা, এভাবে কান্না করানো হলে শিশুদের স্বাস্থ্য ভালো থাকে। তবে মায়েদের ধারণা শুধু স্বাস্থ্যই নয়, এই শিশুদের ভবিষ্যৎও অনেক সুন্দর হবে। পাশাপাশি এটা শিশুদের কাছ থেকে ‘শয়তান’কে দূর করে দেয়।



মন্তব্য চালু নেই