পাঁচবিবিতে বিজিবি-পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সীমান্ত ঘেষা ধরঞ্জী ইউনিয়নের শালুয়া বিলের শিমলতলা শ্মশান ঘাট এলাকায় বিজিবি-পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে একই ইউনিয়নের চকশিমুলিয়া গ্রামের আয়েজ উদ্দিনের পুত্র।
জয়পুরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ভারত থেকে ফেনসিডিল চোরাই পথে আসাছে এমন সংবাদ পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ও কয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা শালুয়া বিলের শিমলতলা শ্মশান ঘাট এলাকায় ওঁৎ পেতে থাকে। ভোর সাড়ে ৪ টার দিকে মাদক ব্যবসায়ীর একটি দল উক্ত এলাকা দিয়ে আসার সময় পুলিশ-বিজিবি তাদের ধাওয়া করে। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশ ও বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। পুলিশ নিজের আত্মরক্ষার্থে ১১ রাউন্ড সর্টগানের গুলি করে। অন্যান্যরা পালিয়ে গেলেও পুলিশের গুলিতে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে পরিচিত তরিকুল ইসলাম মাথায় গুলি বিদ্ধ হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মাদক ব্যবসায়ীদের হামলায় বিজিবি সদস্য সালাউদ্দিন, শোভন ও পুলিশ সিপাহী অন্তিম আহত হয়। থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ঘটনা স্থল থেকে দেশীয় অস্ত্র হাসুয়া, বল্লম, রাম দা, পশুকুড়াল, লাঠি ও ২১২ বোতল ফেনসিডি উদ্ধার করা হয়েছে। নিহত তরিকুলের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির ১১ টি মামলা ও ৬ টি মামলার গ্রেফতারী পরওয়ানা রয়েছে। জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খবির উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তরিকুল এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল। আজ বৃহস্পতিবার সকালে চক শিমুলিয়া গ্রামে তরিকুলের বাড়িতে গেলে এলাকার কিছু লোকজন, তার মাতা গোলেজান বিবি জানায় আমার পুত্রের বিরুদ্ধে যে কয়টি মামলা আছে সবগুলোই আদালত থেকে জামিনে আছে, গতকালও একটি মামলায় জামিন নিয়ে সন্ধায় বাড়ি ফিরেছিল, তারপর বর্তমান ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি সংলঘœ একটি দোকানে ক্যারাম খেলার জন্য গিয়েছিল সেখান থেকে একজন লোক ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়, সেখানে ৪ জন বিজিরি সদস্য আমার ছেলেকে ধরে নিয়ে কোথায় গিয়েছিল রাতে আমরা বহু খোজাখুজি করেও তাকে পাইনি, আজ বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন শালুয়ার বিল এলাকায় তার লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়।
মন্তব্য চালু নেই