চিরিরবন্দর উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নন্দন কুমার দাস
মো:মানিক হোসেন, চিরিরবন্দর প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্কুল পর্যায়ে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নন্দন কুমার দাস ।
তিনি আলোকডিহি জে,বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক । শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা , চারিত্রিক , দৃঢ়তা, ব্যক্তিত্ব ,সততা ,সুনাম ,প্রসাশনিক দক্ষতা ও শৃঙ্খলার বিষায় গুলোর বিবেচনায় শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হন তিনি ।
শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ায় চিরিরবন্দর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খোচনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসানুল হক মুকুল ও স্কুলের শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য সহ চিরিরবন্দর প্রেস ক্লাবের সহ-সাংগাঠনিক সম্পাদক দয়াল চন্দ্র রায়, সাংবাদিক মোহাম্মদ: মানিক হোসেন, নন্দন কুমার দাসকে অভিনন্দন জানায়। তিনি চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের মাষ্টার পাড়ার বাসিন্দা ।
মন্তব্য চালু নেই