সালথায় অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
মহসিন উদ্দিন, (সালথা) ফরিদপুর থেকে : ফরিদপুর জেলার সালথা উপজেলাধীন ফুকরা বাজারে সোমবার ভোর রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে মাফু কম্পিউটার এন্ড টেলিকম ও কালাচান সেলুন নামে দুইটি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুনে পুড়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, আজ ভোর রাতে ফজর নামাজ আদায়ের জন্য বাজার জামে মসজিদ যাওয়ার পথে মুসল্লিরা আগুন দেখতে পেয়ে এলাকার লোকদের কে খবর দেয়। এলাকার লোক প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার বিষয়ে প্রাথমিক ভাবে কিছু জানা যায়নি, তবে এলাকাবাসীর ধারনা মাফু কম্পিউটার এন্ড টেলিকম এর আইপিএস মেশিন হতে আগুন লাগতে পারে।
ফুকরা বাজারের একাধিক দোকানদার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, বোয়ালমারী ফায়ার সার্ভিস এর নাম্বারে একাধিকবার কল করে খবর দেওয়ার পরেও তাদের সাহায্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ইউনিট আসলে হয়তো ক্ষতির পরিমান কম হতো।
মন্তব্য চালু নেই