বিজয়ের আনন্দে নগ্ন ছবি পোষ্ট করলেন মডেল!
প্যারাগুয়ের মডেল মির্থা সোসা এখন স্পেনের বাসিন্দা। রিয়াল মাদ্রিদের বেজায় ভক্ত। তার এ রিয়ালপ্রীতি সবারই জানা। কারণ, প্রিয় দল জিতলেই আলোচনায় থাকার মতো কোন না কোন উদ্ভট কাণ্ড ঘটিয়ে বসেন এ সুন্দরী মডেল। গ্ল্যামারের ঝলকানিতে এর মধ্যেই ভক্তের সংখ্যা বেশ বাড়িয়ে ফেলেছেন তিনি। কিন্তু এবার যে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন তা যেন কেউ ভাবতেই পারেননি।
শনিবার রিয়ালের ১১ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের রাতে সোসা সবার দৃষ্টি আকর্ষণ করে নিলেন নতুন কায়দায়। টুইটারে রীতিমতো ঝড় তুলে দিলেন এই সুন্দরী। প্রিয় দলের খেতাব জেতার আনন্দে আত্মহারা হয়ে টুইটারে নিজের বেশ কয়েকটি নগ্ন ছবি পোস্ট করে ফেলেন সোসা। কয়েকটি ছবিতে তার হাতে ছিল রিয়ালের সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সিও। বিষয়টি ভক্তদের বেশ আনন্দ দিলেও সমালোচনাও কম শুনতে হয়নি এ মডেলের।
মন্তব্য চালু নেই