আগের বউ নিয়ে স্বামীর বিষয়ে যা বললেন বিপাশা

বিপাশা-করণের বিয়ে নিয়ে জল্পনা ছিল বলিউড পাড়ায়। বিয়ের পর হানিমুনও করে আসলেন তারা মালদ্বীপে। সেখান থেকে বেশকিছু ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছিলেন বিপাশা।

কিন্তু হানিমুন থেকে ফিরেই স্বামী করণের আগের দুই বউ নিয়ে মুখ খুললেন বিপাশা।

তবে মন্দ কিছু বলেননি। বলছেন, করণের জীবনে আগে কী ঘটেছে, কী হয়েছে না হয়েছে তা একদমই ভাবছি না। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ আলোচনাও হয়েছে।

ভাবতে পারেন, বরের আগের দুই বিয়ে নিয়ে স্বচ্ছন্দে বরের সঙ্গে আলোচনা করছেন এই বাঙালি মেয়ে!

বিপাশা বলেন, এরকম দুটো বিয়ে তো আগে তারও হতে পারত। তার জীবনেও ভালো সম্পর্ক-খারাপ সম্পর্ক ছিল। তবে এ নিয়ে তাকে আইনি ঝামেলায় পড়তে হয়নি।

অন্যদিকে বউ যখন বরের এত প্রশংসা করছে, তখন স্বামী কী চুপ করে থাকতে পারে?

করণ বললেন, বিপাশার জন্যই নাকি তিনি নিজেকে ভুলপথ থেকে সরাতে পেরেছেন৷ ওর জন্য আমি সবই করবো। ও সত্যিই অন্যরকম মেয়ে।



মন্তব্য চালু নেই