মাহি বললেন “ছবিগুলো আমারই,” তবে………
ঢালিউডের অগ্নিকন্যা মাহিয়া মাহির বিয়ে হয়েছে মাত্র তিনদিন হলো। পারিবারিকভাবে সিলেটের পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি। সেই বিয়ের মেহেদীর আলপনা এখনো সতেজই রয়েছে তার হাতে।
তবে এরই মধ্যে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিকে নিয়ে আপ করা কয়েকটি ছবি।
ছবিগুলো মাহির প্রথম বিয়ের দাবি করে বলা হয়েছে, শাওন নামের ময়মনসিংহের একটি ছেলের সাথে তার বিয়ে হয়েছিল। ওইসব ছবিতে মাহিকে বধূ সাজে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ফুলশয্যায় নতুন বরের পাশে বসে আছেন মাহি। তাদের দুজনের গলায় রজনীগন্ধা ফুলের মালা।
এ বিষয়ে মাহি বলেন, “ছবিগুলো আমারই। তবে তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ ওগুলো একটি শুটিংয়ের ছবি।
বিয়ের আগে নানা বিতর্কের জন্ম দেওয়া মাহির বিয়ের ঠিক তিনদিনের মাথায় এ বির্তক চলচ্চিত্রপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এতে তার প্রিয় মানুষসহ অসংখ্য ভক্তকে এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। অাসলেও কি ছবিগুলো সত্যি?
মন্তব্য চালু নেই