মাগুরায় অবৈধ নাটা গাড়ী চাপয় লাদেন নিহত

মাগুরা প্রতিনিধিঃ শনিবার সকালে মাগুরা সদরের রায়গ্রাম এলাকায় অবৈধ নাটা গাড়ী (শ্যালো ইঞ্জিন চালিত ছোট ট্রাক) উল্টে শিহাব উদ্দিন লাদেন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। লাদেন সদর উপজেলার বিলআকছি গ্রামের তবুর হোসেনের পুত্র।

তার সঙ্গীরা জানান ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি কাটা ও টানা শ্রমিক হিসেবে কাজ করতেন লাদেন। সকাল সাড়ে ৮ টার দিকে পেশাগত কাজে উদ্দেশ্য তিনি স্যালো ইঞ্জিন চালিত নাটা গাড়ীতে চড়ে মাগুরা শহরতলীর শিমুলিয়া এলাকায় যাচ্ছিলেন।

পথিমধ্যে রায়গ্রাম এলাকায় পৌছে তাকে বহনকারী নাটা গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তারা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই