নগ্নতা ছেড়ে সেই সোফিয়ার সন্ন্যাসিনী জীবনের কাহিনী!

সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন বিগবস ৭ খ্যাত সুপার মডেল সোফিয়া হায়াত। নগ্নতার দৌড়ে তিনি পুনম পান্ডেকেও পেছনে ফেলে দিয়েছিলেন। সেই সোফিয়া এখন ‘মাদার সোফিয়া’। পুরোদস্তুর সন্ন্যাসিনী বনে যাওয়া সোফিয়া কাটাচ্ছেন সাদামাটা জীবন। তার নতুন নাম গাইয়া সোফিয়া মাদার।

কিন্তু পেশাদার মডেলের জীবন ছেড়ে কেন স্বেচ্ছায় এই পথ বেছে নিলেন সোফিয়া? মাদার হওয়ার পর এক সাক্ষাৎকারে সোফিয়া জানিয়েছেন, তিনি প্রেমে ব্যর্থ হয়েছিলেন। এমনকী নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলেন এক সময়। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসেন পরিবার এবং বন্ধুদের সাহায্যে।

রোহিত শর্মার প্রাক্তন গার্লফ্রেন্ড সোফিয়ার ভাষ্য, ‘এখন আমি বুঝতে পারি, জীবনটা আমার কাছে উপহারের মতো। রাম, কৃষ্ণ এবং গণেশ আমাকে দেখা দিয়ে বলেছেন, পৃথিবীতেই স্বর্গ রয়েছে। আমি এখন মাদার। আমি আর কখনও যৌনতায় অংশ নেব না, বিয়ে করব না। কোনও সন্তান হবে না আমার। কারণ সকলেই আমার সন্তানের মতো। আমি হিন্দুও নই, ক্যাথলিকও নই। সকলকে ভাল রাখা এখন আমার দায়িত্ব। পৃথিবীকে আরও সুন্দর করব আমি।’



মন্তব্য চালু নেই