ইউপি নির্বাচন

চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

চট্টগ্রামের বোয়ালখালী ও কুমিল্লার তিতাস উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়য়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধ হয়েছে।

বোয়ালখালীতে গুলিবিদ্ধরা হলেন- ইউসুফ মিয়া (৪৬), আফসার (৪৬), বাবুল (৩৫), সেকান্দর মিয়া। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কুমিল্লার তিতাসে গুলিবিদ্ধদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

শনিবার সকাল ৮টায় ভোট শুরুর পরে বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর‌্যন্ত এসব সংঘর্ষের খবর পাওয়া গেছে।

প্রতিনিধিদের পাঠানো খবর:

বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া করুমডাঙ্গার তালুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে সেকান্দর মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে একই উপজেলার চরণদি গাটিয়ালপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের কারণে ভোট স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন।

কুমিল্লা : কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নে ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই