পঞ্চম ধাপের ইউপি নির্বাচন চলছে

নানা অনিয়মের অভিযোগে চতুর্থ ধাপ শেষে সারাদেশে পঞ্চম ধাপের ৭১৭ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। শনিবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পঞ্চম ধাপে ৪৫ জেলার ৯৩ উপজেলায় ৭১৭ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ একযোগে চলছে। প্রায় ১ কোটি ১০ লাখের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের করছে। এ নির্বাচনে ইতোমধ্যে আওয়ামী লীগের ৪১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ভোটগ্রহনের সময় র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় দু’লাখ ফোর্স মোতায়েন রয়েছে।

পঞ্চম ধাপের এ নির্বাচনে আওয়ামী লীগের ৭২৬, বিএনপির ৬২৯, জাতীয় পার্টির ১৭৭, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২১, বিকল্পধারা বাংলাদেশ ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৩, ইসলামী আন্দোলন ১২২, জাতীয় পার্টি ২, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১১, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৬ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ১ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৭জন ও অন্যান্য ১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আবার স্বতন্ত্র থেকেও ১ হাজার ৫২৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।



মন্তব্য চালু নেই