অবশেষে আসছেন পাওলি দাম

শাকিব খানের বিপরীতে ‘সত্তা’ সিনেমায় অভিনয় করছেন পাওলি দাম – এমন কথা শোনা গেলেও বলিউড ও টালিগঞ্জের এই ব্যস্ত অভিনেত্রী সত্যিই সময় দিতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছিল। অবশেষে জানা গেল পাওলি আসছেন। ১৬ই নভেম্বর শুটিং শুরু হচ্ছে ‘সত্তা’ সিনেমাটির। গ্লিটজকে খবরটি জানিয়েছেন সিনেমার পরিচালক হাসিবুর রেজা কল্লোল। পাওলির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ভারতেও যেতে হয়েছে বেশ কয়েক বার। “পাওলির অভিনয়ের ব্যাপারটি এখন নিশ্চিত। সেই করবে শিখা চরিত্রটি। শাকিবও থাকছেন সিনেমাতে। শিখা চরিত্রের জন্য পাওলির কথাই ভেবেছিলাম। এখন পাওলিই অভিনয় করছে এ চরিত্রে। ব্যাপারটি সত্যিই রোমাঞ্চকর!” সোহানী হোসেনের ‘মা’ নামের একটি ছোটগল্প থেকে সিনেমার চিত্রনাট্য লিখেছেন কল্লোল নিজেই। সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবুর। সিনেমার সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার। ঢাকা ছাড়াও চুয়াডাঙ্গা, যশোর, বান্দরবান, সিলেট, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যায়ন হবে বলে জানিয়েছেন পরিচালক। কল্লোল পরিচালিত প্রথম সিনেমা ‘অন্ধ নিরঙ্গম’ মুক্তি পায় ২০১১ সালে। বাউলশিল্পীদের জীবনধারা নিয়ে সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি।



মন্তব্য চালু নেই