‘মেয়ে নায়িকা হলে খুশিই হবো’

তিন সন্তানের জনক শাহরুখ খান। বড় ছেলে আরিয়ান বিদেশে পড়াশোনা করছে, জীবনের সিদ্ধান্ত নেয়ার বয়স এখনও হয়নি ছোট্ট অ্যাব্রামের। কিন্তু মেয়ে সুহানার নজর বলিউডের দিকে। আর মেয়ে নায়িকা হলে আপত্তি নেই শাহরুখেরও। বংশানুক্রমে বলিউডে রাজত্ব করে যাওয়ার নজির কম নেই। বাবার পেশার প্রতি শাহরুখপুত্র তেমন একটা আগ্রহ না দেখালেও কন্যাই হয়তো বাবার পরম্পরা ধরে রাখবেন। শাহরুখ জানালেন, অভিনয়ে আগ্রহ থাকলেও খুবই লাজুক তার মেয়ে।
“সুহানা খুবই লাজুক মেয়ে। কিন্তু আমার সন্তানদের মধ্যে একমাত্র তারই আছে অভিনেত্রী হবার ইচ্ছা। আমি খুবই খুশি হবো যদি সে হিন্দি সিনেমার নায়িকা হয়। আশা করি সে শুধুমাত্র অতিথি চরিত্রে নয়, পূর্ণাঙ্গ চরিত্রেই অভিনয় করবে।” শাহরুখের ছোট ছেলে অ্যাব্রামের অবশ্য পর্দায় অভিষেক হয়ে গেছে। নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখের সঙ্গে দেখা গেছে তাকে। সম্প্রতি নিজের ৪৯তম জন্মদিন উদযাপন করলেন শাহরুখ। জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে এক জমকালো উৎসবের আয়োজন করেছিলেন এই তারকা। জানালেন, আমন্ত্রিত অতিথিদের বেশ ভালোভাবেই আপ্যায়ন করেছে তার সন্তানরা। “আমি খুবই গর্বিত অনুভব করেছি যখন দেখেছি আমার বাচ্চারা অতিথিদের আপ্যায়ন করছে আন্তরিকভাবে। আমার সন্তানরা খুব সহজ-সরল, আর এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।”



মন্তব্য চালু নেই