ক্যাটরিনার ‘শ্বশুরভক্তি’
হিন্দি সিনেমার অভিনেতা ও রানবির কাপুরের বাবা ঋষি কাপুর ডেঙ্গু এবং ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। থাইল্যান্ডে শুটিং সেরে মুম্বাই ফিরেই তাই সোজা তাকে দেখতে পৌছে যান ক্যাটরিনা কাইফ। ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিং-এ রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফ দুজনেই ছিলেন ব্যাংককে। সেখান থেকে মুম্বাই ফেরেন মঙ্গলবার। ভারতীয় দৈনিক মিড-ডে বলছে বিমানবন্দর থেকেই বান্দ্রায় কাপুরদের বাসভবন কৃষ্ণা রাজ-এ গাড়ি চালিয়ে যান ক্যাটরিনা। এর একদিন আগেই হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় ঋষি কাপুরকে। ডেঙ্গু এবং ম্যালেরিয়া আক্রান্ত ঋষি কাপুর হাসপাতালে ভর্তি হন ৩০শে অক্টোবর। এক সূত্র জানায়, “গভীর রাতে ক্যাটরিনা আর রানবির মুম্বাই এসে পৌঁছান। এর পরপরই তারা রানবিরের বাবার সঙ্গে দেখা করতে যান। ক্যাটরিনা তাদের বাড়িতে বুধবার অনেক বেলা পর্যন্ত ছিলেন।”
থাইল্যান্ডে শুটিং-এ ব্যস্ত থাকলেও নিয়মিতই বাবার খোঁজ খবর নিতেন রানবির ।
মন্তব্য চালু নেই