সাভারে সতন্ত্রপ্রার্থীর উপর আওয়ামীলীগ প্রার্থীর হামলার অভিযোগ

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের কলমায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সতন্ত্র প্রার্থীর জনসংযোগে হামলার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে। এঘটনায় আহত সতন্ত্রপ্রার্থী আমিনুর রহমানকে প্রায় তিনঘন্টা পর উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে সাভার মডেলথানা পুলিশ।

সতন্ত্রপ্রার্থী আমিনুর রহমান জানান বেলা পাঁচটার দিকে ছোটভাই মিজানুর রহমানকে নিয়ে সাভারের সিএন্ডবি ষ্টাফকোয়াটারে জনসংযোগে যান তিনি।

এসময় আওয়ামীলীগ প্রাথী সোহেল রানার সমর্থকেরা পাঁচটি মোটর সাকেল যোগে ঘটনাস্থলে এসে রড ও লাঠি,সোডা দিয়ে তাদের উপর হামলা চালায়।

এসময় কোয়ার্টারের লোকজন আহত অবস্থায় আমিনুর রহমানকে উদ্ধার করে একটি ফ্লাটে নিয়ে রাখে।

এসময় সাভার থানা পুলিশকে নিজের নিরাপত্তাহীনতার কথা জানালে প্রায় তিন ঘন্টাপর রাত নয়টার দিকে ঘটনাস্থল থেকে আমিনুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

হামলার অভিযোগের বিষয়ে জানতে আওয়ামীলীগ প্রার্থী সোহেল রানার মুঠোফোনে কয়েকবার চেষ্টা করলেও ফোনকল রিসিভ করেননি তিনি।

এবিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

আমিনুর রহমান সতন্ত্রপ্রার্থী পাঞ্জাবী পরিহিত, মিজানুর রহমান প্রার্থীর ভাই গেঞ্জী পরিহিত।



মন্তব্য চালু নেই