রাতে এক ডাকে সাড়া দেবেন না কেন?
বহুদিন ধরে এই সমাজে একটা রীতি প্রচলিত আছে যে রাতের বেলা কেউ যদি ডাকে তাহলে কখনই এক ডাকে সাড়া দিতে নেই৷ এখন প্রশ্ন কেন এক ডাকে সাড়া দেওয়া উচিত হবে না৷ এমনকি ঘরের লোকও যদি বাইরে থেকে ডাকে তাহলেও একবার ডাকলেই সেই ডাকে সাড়া দেওয়া উচিত হবে না৷
এই সংস্কারের পিছনে একটি যুক্তি রয়েছে৷ কারণ রাতে মানুষ ঘুমোবার সময় তার শরীর অচেতন অবস্থায় থাকে৷ এই সময় কানে কোনও ডাক পৌঁছলেও তা সঠিক ভাবে বোঝা নাও যেতে পারে৷ অর্থাৎ সেক্ষেত্রে কে ডাকছে তা শুনতে ভুলও হয়ে যেতে পারে৷
সেক্ষেত্রে একবার শুনেই ধড়মড় করে উঠে দরজা খুলতে গেলে দুষ্ট লোকেরা সুযোগ নিতে পারে৷ ফলে জীবন অথবা সম্পত্তির ক্ষতি হতে পারে৷ কাজেই মনোবিজ্ঞানের দিক থেকেও এটা বাস্তবসম্তত৷
মন্তব্য চালু নেই