উজ্জল মল্লিকের কথায় গাইবেন জান্নাত ও শামীম আসিক

সেলিম রেজা, বিশেষ প্রতিনিধি : উজ্জল মল্লিক নামটা হয়তো সকলের কাছেই নতুন। তিনি পেশাগত কোন সঙ্গীত লেখক না হলেও ভালো ভালো কথায় গান লেখার জন্য নিয়মিত চেষ্টা করেন। এই প্রতিভাধর ব্যক্তির সাথে কথা হলে জানা যায় ক্লোজ আপ ওয়ানের জান্নাত ও তার সাথে শামীম আসিক দৈত সঙ্গীতের জন্য তার লেখা একটি গান পছন্দ করেছেন।

গানের কথা “তুমি দূরে গেলে বারে মায়া, কেন বুঝি না তুমি কাছে এলে মুখ ফুটে কিছু বলতে পারিনা-

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমায়, তুমি ছাড়া এজীবন বেঁচে থাকা দায় ……………………….”

গানটির সুরকার শামীম আসিক এবং দৈত কন্ঠের এই গানটি আগামী ০২ জুন রেকর্ডিং করা হবে।

উজ্জল মল্লিক আওয়ার নিউজ বিডি’কে আরও জানান, “ইতিপূর্বে (২০১৪ রমজানে) তার দুটি গান এদেশের বিখ্যাত শিল্পী এস. এম. শরৎ এর একক “শুধু ভালোবাসা” এ্যালবামে গেয়েছেন। গানগুলো এনেক শ্রোতাপ্রিয়ও ছিল।



মন্তব্য চালু নেই