ছেলেদের মতো মেয়েরাও নিয়মিত ‘শেভ’ করুন! ভিডিওতে দেখুন ফল কী হয়…
ঝকঝকে ত্বকের অধিকারী কে না হতে চায়? বিশেষ করে এই প্রশ্নটা যদি কোনও মহিলাকে করা হয়৷কিন্তু বর্তমানে দূষণের দাপটে মহিলারা তাঁদের ত্বকের স্বাভাবিক জৌলুস হারাতে বসেছে ৷
শুধু তাই নয়, নিয়মিত বাড়ির বাইরে পা রাখা মহিলাদের মুখমন্ডলের নরম চামড়া দ্রুত রুক্ষ হয়ে যাচ্ছে৷ত্বক নিয়ে গভীর সঙ্কটের মধ্যে পড়েছেন তাঁরা৷ সেইসঙ্গে প্রচারমাধ্যমে হাজারো প্রসাধনীর চোখধাঁধানো বিজ্ঞাপনে অনেক মহিলাই দিশেহারা৷তবে এই সমস্যা থেকে মুক্তির নয়া উপায় বাতলেছেন বিউটিশিয়ান হুদা খাতুন৷
তাঁর মতে ছেলেদের মতো মেয়েরাও যদি নিয়মিত ‘শেভ’ করেন তাহলে মিলবে ‘বেবি সফট’ ত্বক। বিশেষ সুন্দর এই ত্বকের অধিকারী হতে ঠিক কী করতে হবে তা তিনি বুঝিয়ে দিয়েছেন ইন্টারনেটে ভিডিও পোস্ট করে।
মন্তব্য চালু নেই