মা হচ্ছেন ঐশ্বরিয়া? যা বললেন অভিষেক
শিরোনম শুনে হয়ত চমকে গেছেন, কিন্তু সেটাই স্বাভাবিক। তাহলে সত্যিই কি এবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন? বলি পাড়ায় বেশ কয়েকদিন ধরে এ নিয়ে চলছিলো জোর গুঞ্জন। কেন জানেন? ভারতীয় এক গণমাধ্যম জানায়, সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে ঐশ্বরিয়াকে নাকি বেবি বাম্প দেখা গিয়েছে।
আর এ নিয়েই মুম্বইয়ের এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন অভিষেক বচ্চনকে। উত্তরে অভিষেক বললেন, ‘অলরাইট! গ্রেট! শুনে ভাল লাগছে। ওকে তো বলতেই হবে। আমিও শুনলাম, ঐশ্বরিয়া প্রেগন্যান্ট কিনা তা নিয়ে একটা গুজব চলছে।’ এর পর তিনি হাসতে হাসতে বলেন, ‘না, না। এই খবর একদম ঠিক নয়।’
মন্তব্য চালু নেই