প্লেনের বাতাসে যেভাবে উড়ে চলে গেল তরুনীটি! দেখুন ভিডিও সহ…

প্রিসেন্স জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে প্রায়শই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্ট বলা হয়। পূর্ব ক্যাবিয়ানে এটি দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট হওয়া সত্ত্বেও এয়ারপোর্টটির রানওয়ে মাত্র সাত হাজার একশ বাহান্ন ফুট এবং রানওয়ে শুরু হয়েছে একদম সমুদ্র সৈকতের কাছ থেকে, যেখানে সবসময় পর্যটকদের ভীড় থাকে।

বেশির ভাগ সময় প্লেন উড়ার আগে এয়ারপোর্টের কাটাতারের বেড়ার কাছ থেকে পর্যটকদের সরে যেতে বলা হলেও কিছু কিছু বেয়ারা পর্যটক তো থাকেই যারা নিজেদেরকে অন্যদের সামনে জাহির করতে ওস্তাদ, জেটের বাতাসের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যদের থেকে আলাদা প্রমান করতে চায়।

সেইরকম এক পর্যটক জেটের উড়ার বাতাসে নিজেই উড়ে চলে গেল, আর এইরকম এক ভিডিও অনলাইনে আসার পর যে তা ব্যপক সাড়া ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।

ডেইলি মেইলের খবরে বলা হয়, মাহো সমুদ্রে সৈকতে সূর্য স্নান উপভোগ করছিল পর্যটকরা, এরই মধ্যে জেট ব্লু এয়ারবাস এ৩২১ উড়ার প্রস্ত্ততি নিলে বেশির ভাগ পর্যটকরা তড়িঘড়ি করে স্হান ত্যাগ করলেও দুই উৎসুক পর্যটক আরো বেশি কাছে থেকে জেটের উড়া দেখতে এয়ারপোর্টের কাটাতারের বেড়া ধরে দাঁড়িয়ে যায়।.

এরই মধ্যে একজন তরুনী কয়েক সেকেন্ডের মধ্যেই জেটের উড়ার বাতাসে উড়ে যায়, আর উড়ে যে পড়ে কংক্রিটের ফুটপাথের উপর।

https://youtu.be/CmQtpnQBJnI



মন্তব্য চালু নেই