বরিশালে একদিনে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

বরিশাল প্রতিনিধি ॥ নগরীসহ জেলার বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জের কাজীরহাট ও সদর উপজেলায় একদিনে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে বজ্রপাতে দুইজন, বিদ্যুতপৃষ্টে একজন, গলায় ফাঁস দিয়ে একজন ও গাছ থেকে পড়ে একজন মারা গেছেন।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের নতুরচর ভূতেরদিয়া গ্রামের গনি হাওলাদারের পুত্র সাইদুর রহমান হাওলাদার (৩২) মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক বজ্রপাতে মারা গেছেন। এসময় আহত হয়েছেন দ্বীন ইসলাম (২৭) ও সেনাবাহিনীর সদস্য এনামুল হক (৩০)। গুরুতর অবস্থায় এনামুলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন বিকেলে নগরীর নবগ্রাম রোড সিকদারপাড়া এলাকার বাসিন্দা মনির সিকদারের পুত্র উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র তাওসীন সিকদার বজ্রপাতে মারা গেছে। মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার ভাষানচরের দক্ষিণ খলিশারপাড় গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদার (৫২) পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। অপরদিকে লতা ইউনিয়নের সন্তোষপুর গ্রামে বিদ্যুতপৃষ্ঠ হয়ে কবির সিকদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একইদিন সকালে মুলাদী উপজেলা সদরের বাসিন্দা জয়নাল রাঢ়ীর পুত্র জামাল রাঢ়ী (৩৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটতে উঠে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে মারা গেছেন।



মন্তব্য চালু নেই