এবার ‘মিনি আইপিএল’?
এক বছরে দুবার আইপিএলের আসর আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। মূল আসরের পাশাপাশি নতুন আসরের নাম হতে পারে মিনি আইপিএল। সেটা হবে ভারতের বাইরের কোনো দেশে।
সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসে ‘মিনি আইপিএল’ হতে পারে।
বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন অনুরাগ ঠাকুর। ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর এখন বিদেশে ভারতীয় সমর্থকদের কথা ভাবছেন তিনি। মিনি আইপিএল আয়োজন করতে পারলে সেটা লাভজনক হবে এমন ধারণা অনুরাগসহ বিসিসিআইয়ের কর্তাদের।
সূত্রের খবর, বিদেশে ভারতীয় সমর্থকদের কথা ভেবে মিনি আইপিএল করার পরিকল্পনা করেছে বিসিসিআই। সেপ্টেম্বরেই এটি আয়োজন করার কথা রয়েছে। বিশ্বের যে দেশে ভারতীয় সমর্থক বেশি, সেখানেই হবে পারে আসরটির ভেন্যু। এমনকি মার্কিন মুলুকে এটা ছড়িয়ে দেয়ার কথা ভাবছেন ভারতীয় বোর্ডের কর্তারা।
মন্তব্য চালু নেই