এবার ফ্রিজের বিজ্ঞাপনে মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি ওয়ালটন ফ্রিজের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। গত ১৯ ও ২০ মে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে শ্রীমঙ্গলে। এটি নির্মাণ করেছেন ফাহাদ হোসেন।

মাহি জানান, একেবারে হুট করেই বিজ্ঞাপনটিতে কাজ করেছি। জিঙ্গেল নির্ভর এই কনসেপ্টটিও খুব ভালো। আশা করি বিজ্ঞাপনটি সকলের কাছে ভালো লাগবে একইসঙ্গে পণ্যটির প্রচারও বাড়বে। আগামী রমজানে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এদিকে, চলতি মাসে কোমল পানীয় ইউরো কোলার বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন মাহি। তিনি এই পণ্যটির তিন বছরের জন্য শুভেচ্ছা দূত হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগির শুরু হতে যাচ্ছে মাহির নতুন ছবি `হারজিৎ` এর কাজ। বলিউল আলম খোকন পরিচালিত এছবিতে তার নায়ক সজল।



মন্তব্য চালু নেই