খুব সহজে শিখে নিন নতুন আনকোরা ১০টি নেইল আর্ট (ভিডিও)

বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি ফ্যাশন ট্রেন্ড নেইল আর্ট। কয়েকটি রঙের নেইলপলিশ দিয়ে নখের উপর নানা নকশা করাকেই নেইল আর্ট বলা হয়। পোশাকের রং, চুলের স্টাইল, মেকআপের সাথে মিলিয়ে নেইল আর্ট করা হয়। শুরু দিকে নেইল আর্ট শুধু পার্লারে করা হলেও এখন নারীরা নিজেরাই নিজেদের নখে নেইল আর্ট করে থাকেন। সময় পরিবর্তনের সাথে সাথে নেইল আর্টের ডিজাইনে পরিবর্তন এসেছে অনেক।

নেইল আর্ট করতে পছন্দ করেন যেসব তরুণীরা তারা প্রতিনিয়ত নতুন ডিজাইন খুঁজে থাকেন। নখে কখনও ফুটে উঠে প্রিয় কোন কার্টুন চরিত্র আবার কখনও ফুটে উঠছে নানা রঙের নকশা। এক সময় বেশ জনপ্রিয় ছিল অ্যানিম্যাল প্রিন্ট। এখন তরুণীদের পছন্দ গ্র্যাডিয়েন্ট নেইল। তবে সব পোশাকের সাথে গ্র্যাডিয়েন্ট নেইলটি মানানসই না। সবসময় সব পোশাকের সাথে মানিয়ে যেতে পারে এমন কিছু সহজ নেইল আর্ট এর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব।

যা যা লাগবে:

– ২-৩টি পছন্দ রঙের নেইলপলিশ

– নেইল প্রোটেকটর বেইস কোট

– মেকআপ স্পঞ্জ

– টুথপিক

টিপস:

১। ভাল মানের নেইলপলিশ ব্যবহার করুন।

২। প্রতিবার নেইল আর্ট শেষ হবার পর নেইল প্রোটেকটর ব্যবহার করুন।

৩। রিমুভার নখের আর্দ্রতা নষ্ট করে দেয়, তাই ময়েশ্চারাইজারযুক্ত রিমুভার ব্যবহার করুন।

৪। তাজা লেবুর রসে তুলা ভিজিয়ে নখে ঘষে তার কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন, এটি নখকে শক্ত এবং মজবুত করবে।

৫। সবসময় নখে নেইল পলিশ ব্যবহার করা থেকে বিরত থাকুন। কিছুদিন বিরতি দিয়ে নেইলপলিশ ব্যবহার করুন। নেইলপলিশের রাসায়নিক পর্দাথ নখের আর্দ্রতা নষ্ট করে দেয়।

একটি ছোট ভিডিও দেখে শিখে নিন একদম নতুন সহজ কিছু নেইল আর্টের ডিজাইন।



মন্তব্য চালু নেই