পদ্মাসেতুর ৩৪ শতাংশ কাজে অগ্রগতি হয়েছে

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পদ্মাসেতুর ৩৪ পারসেন কাজের অগ্রগতি সম্পূর্ন হয়েছে। ইতিপূর্বে ১১ টি পাইলের কাজও শেষ হয়েছে। মন্ত্রী সোমবার সকাল সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌর ও হলদিয়া নবনির্মিত দুটি ব্রিজের বিত্তিপ্রস্তর কালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন,সড়কে ব্যাটারি চালিত ইজি বাইকের চালকরা সচেতন না বলে প্রায় সময় দূর্ঘটনা ঘটে । তাই ঝুকি পূর্ন্য ইজি বাইকের চালকদের সচেতন হতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি,উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ সিকদার ও মেদেনি মন্ডল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ হোসেন খান সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই