কুড়িগ্রামে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত
কুড়িগ্রাম প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক স্কুল,কলেজ,কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী,শ্রেণি শিক্ষক,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক,শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে। তাদের সকল ক্যাটেগরিতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তারা হলেন-জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কুড়িগ্রাম জিলা স্কুল,বালিকায়-কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কলেজে রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ,মাদ্রাসায়-কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা। এদিকে,শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(বালক)মো.আব্দুল লতিফ,শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (বালিকা) হাজেরা বেগম,মাদ্রাসায় শ্রেষ্ঠ অধ্যক্ষ মাওলানা নুর বখত।
মন্তব্য চালু নেই