মাত্র ১৭ দিন বয়সে গত ২১ মে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির তৃতীয় কন্যা সন্তান আলিনা। কন্যা হারানোর শোকে একপ্রকার পাথর হয়ে গেছেন ন্যানসি। এই সন্তান গর্ভে থাকার সময় একটি গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি অংশ নিয়েছিলেন মিউজিক ভিডিওতে।
আর সোমবার প্রকাশ হয়েছে সেই গানের ভিডিওটি। সেটি মৃত মেয়েকে উৎসর্গ করলেন ন্যানসি। ন্যানসির নতুন একক অ্যালবাম ‘ভালোবাসি বলেই’ থেকে নেয়া হয়েছে গানটি।
ন্যানসি বলেন, আলিনা আমার গর্ভে থাকা অবস্থায় গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ হয়েছিল। আজ যখন গানটি প্রকাশ হয়েছে সে আর বেঁচে নেই। সেজন্য তাকে গানটি উৎসর্গ করেছি। ওর জন্য সবাই দোয়া করবেন।
গানটিতে মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী। ২২ মে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি। আহমেদ রিজভীর কথায় ‘বৃষ্টিবিহীন’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। আর ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।
মন্তব্য চালু নেই