স্বামী-সন্তানের কবর জিয়ারত করলেন খালেদা
পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে প্রথমে কোকোর কবর জিয়ারত করেন।
এরপর তিনি জাতীয় সংসদ ভবনের পাশে শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে গিয়ে তাঁর মাজার জিয়ারত করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমির উদ্দিন সরকার, হান্নান শাহ, মির্জা আব্বাস, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য চালু নেই