ছেলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে মেয়েকে নিয়ে শাহরুখ খান
বলিউড কিং শাহরুখ খান বরাবরই সন্তানদের নিয়ে অনেক উৎসাহিত। কখন কোন সন্তান কি করেন, কি পরেন, কি খেতে পছন্দ করেন এমন সব আলোচনা নিত্যদিনের বিষয়। আবশ্য এমন সব বিষয় ভক্তদের সাথে ভাগাভাগি করতেই তিনি বেশি পছন্দ করেন। আর তাই নিয়মিত টুইটারে এসব পোস্ট করে থাকেন।
শাহরুখ খান যদিও গ্র্যাজুয়েশন শেষ করেছেন আনেকদিন আগে, কিন্তু তার সাটিফিকেট পেয়েছেন মাত্র কিছুদিন হলো। তার “ফ্যান” ছবির প্রচারে গিয়ে তিনি এই সাটিফিকেট সংগ্রহ করেন। কিন্তু তিনি এখন নিজেই গ্র্যাজুয়েট নন। একজন গ্র্যাজুয়েট সন্তানেরও বাবা! শাহরুখের বড় ছেলে আরিয়ান খান গ্র্যাজুয়েশন শেষ করেছেন। আর সেই অনুষ্ঠানে তিনি হাজির হয়েছেন একমাত্র কন্যাকে নিয়ে।
শাহরুখ পুত্র আরিয়ান স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন লন্ডনের সেভেনোয়াকস্ স্কুল থেকে। ‘গ্র্যাজুয়েশন ডে’-তে ছেলের স্কুলে পৌঁছে গিয়েছেন গর্বিত বাবা বলিউড কিং শাহরুখ খান। তার সঙ্গেই ছিলেন মেয়ে সুহানাও।
মন্তব্য চালু নেই