অবশেষে বিয়ে করলেন রুবেল

চিত্রনায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে ব্যক্তিজীবনে বয়ে গেছে নানা ঝড়। অবশ্য রুবেল সেসব কাটিয়ে এখন মনোযোগ দিয়েছেন শুধুই ক্রিকেটে। আর এরই মধ্যে বিয়েও করে ফেলেছেন টাইগার এই তারকা। তবে হ্যাপি কে নয় বিয়ে করেছেন অন্য একজনকে।

একটি জাতীয় দৈনিককে রুবেল জানান, সম্প্রতি বিয়ে করে থিতু হয়েছেন। এর আগে কিছুটা এলোমেলো জীবনও তাই অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে আসার কথা। তবে সংসার জীবন নিয়ে কথা বেশি বলেননি রুবেল। এখানে ভীষণ নিভৃতচারী তিনি।

নতুন জীবনকে ঘরের নির্জন কোণে রেখেই রুবেলের অনুরোধ, ‘থাক না ভাই। বিয়ে নিয়ে পরেও কোনো একদিন খুলে বলা যাবে। আপাতত কথাবার্তা আমার বোলিং নিয়েই হোক।’

এদিকে দীর্ঘ বিরতি দিয়ে আবারো বোলিংও শুরু করেছেন চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ দিয়েই। ৭ ম্যাচে ২৭.৮৮ গড় ও ৪.৭৩ ইকোনমি রেটে ৯ উইকেটও নিয়েছেন টাইগার এই তারকা।



মন্তব্য চালু নেই