কালীগঞ্জে হ্যান্ডকাফসহ যুবক উদ্ধার
এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ফারুক (২০) নামে এক যুবককে কোমরে দড়ি বাঁধা ও হ্যান্ডকাফসহ আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহিষাহাটি এলাকার রেললাইনের পাশ থেকে ওই যুবককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফারুকের পকেট থেকে দিনাজপুর কারাগারের একটি কার্ড ( নম্বর-৮২৬) পাওয়া গেছে।
সে দিনাজপুর জেলার বিরল উপজেলার লক্ষীপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বারবাজার ফাড়ির এসআই নজরুল ইসলাম জানান, মহিষাহাটি এলাকার রেললাইনের পাশ থেকে ফারুককে উদ্ধার করা হয়। তার কোমরে দড়ি বাঁধা এবং হ্যান্ডকাফ রয়েছে। তার পকেটে দিনাজপুর কারাগারের একটি কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর সময় আহত সে আহত হয়েছে।
মন্তব্য চালু নেই