সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মিঠাপুকুরকে মাদকমুক্ত করতে হবে

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ ‘সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মিঠাপুকুরকে মাদকমুক্ত করতে হবে। এজন্য সকলকে সচেতন হতে হবে। পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে। এরকম অভিযান আরও বেশি করে পরিচালিত হবে।’

বৃহস্পতিবার বিকেলে মিঠাপুকুর থানা ভবনে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) সাইফুর রহমান। তিনি আরও বলেন, বর্তমানে মিঠাপুকুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক স্বাভাবিক। জনগন শান্তিতে ঘুমাতে পারছেন।

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মিঠাপুকুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর।

এসময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিঠাপুকুর কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, শঠিবাড়ী কলেজের অধ্যক্ষ মেসবাহুর রহমান, কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ও মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন প্রমুখ।



মন্তব্য চালু নেই