রাজারহাটে মাদক ব্যবসায়ী আটক
মোঃ রুবেল, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশ অভিযান চালিয়ে এক গাঁজা ও ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজারহাট থানার এস আই তপন কুমার এবং গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর (ধনিটারী) এলাকায় অভিযান চালিয়ে মৃত অফির উদ্দিনের পুত্র মন্তাজ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে। যার মামলা নং-০৯, তাং-১৫-০৫-২০১৬ ইং।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী মন্তাজ দীর্ঘদিন ধরে তার বাড়িতে গাঁজা ও ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই