কুড়িগ্রামের ঝড়ে বিধবস্ত ঘরবাড়ি ও গাছপালা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ঝড়ের তান্ডবে কুড়িগ্রাম সদর ও রাজারহাটের ১০টি গ্রামে কয়েকশ ঘরবাড়ি বিধবস্ত হয়েছে। ভেঙে পড়া ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছে অন্তত: ১০ জন। উপড়ে পড়েছে সুপারি, কাঁঠাল, আমসহ বিভিন্ন জাতের অসংখ্য গাছপালা। বিদ্যুতের খুঁটি ও তারে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে এসব এলাকায়। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। রোববার দিবাগত মধ্যরাতে এই ঝড় হয়। ঝড় ও বৃষ্টিতে ভুট্রা ও সবজি ক্ষেতেরও ক্ষতি হয়েছে।



মন্তব্য চালু নেই