নির্বাচন পরবর্তী সংঘর্ষ

মাগুরার নিশ্চিন্তপুরে চেয়ারম্যানের স্ত্রীসহ আহত ১২, বাড়ি ভাংচুর, পুলিশের গুলি

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে সোমবার নির্বাচন পরবর্তী দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মহিলাসহ ১২ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ১২-১৫ টি বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাবার বুলেট নিক্ষেপ করেছে।

নিশ্চিতপুর গ্রামের আনিসুর রহমান জানান, গত ২৩ মার্চ অনুষ্ঠিত চাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ১ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী ইদ্রিস আলী ও আকিদুল মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সোমবার সকালে নিশ্চিন্তপুর গ্রামে দুইপক্ষের মধ্যে পুণরায় সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জ্তি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সময় প্রতিপক্ষের হামলা -পাল্টা হামলায় চাউলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমানে স্ত্রী রুবিয়া বেগম (৩৯) সহ ১২ জন আহত হয়। ১২-১৫ টি বাড়িতে হামলা, ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে।সদর হাসপাতালের জরুরী বিভাগের ব্রাদার হাবিবুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় রুবিয়া বেগম, শাহনাজ পারভীনসহ ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ৪-৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এলাকায় উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই