কেক কেটে মুস্তাফিজদের জয় উদযাপন
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে অসাধারণ এক জয়ে প্লে অফ নিশ্চিত করেছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ। ১৮০ রান তাড়া করে ২ বল হাতে থাকতেই ম্যাচ জিতে নেয় মুস্তাফিজের দল।
শেষের দিকে যুবরাজ সিংয়ের ২৪ বলে ৪২ রানের মারমুখী ইনিংসের ফলেই জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দারাবাদ। এর আগে শুরুতে ডেভিড ওয়ার্নারেরও হাফ সেঞ্চুরিতে উড়ন্ত সূচনা পায় হায়দারাবাদ। বল হাতে এ ম্যাচেও উইকেট পেয়েছেন মুস্তাফিজ। মুরালি বিজয়কে আউট করে নিজের ৫০তম টি-টোয়েন্টি উইকেট পান মুস্তাফিজ।
ম্যাচ শেষেও তাই হায়দারাবাদ ক্যাম্পে ছিল উল্লাস। কেক কেটে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করার আনন্দটা উদযাপন করে হায়দারাবাদের ক্রিকেটাররা। আনন্দ উদযাপনের সময় মুস্তাফিজও ছিলেন বেশ উৎফুল্ল। কোচের সঙ্গে দাঁড়িয়ে তিনিও উল্লাসে মেতে ওঠেন।
মন্তব্য চালু নেই